Barak UpdatesHappeningsBreaking News
স্বর্ণালী রায় চৌধুরীর লেখা বইয়ের আবরণ উন্মোচন
ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বরঃ শিলচর রাধামাধব কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরীর লেখা বই “টেক্সট বুক অন ইনট্রডাকশন টু হেল্থ এণ্ড ওয়েলনেস, যুগা এণ্ড স্পোর্টস” এর আবরণ উন্মোচন হলো সোমবার । এদিন কলেজের উপাধ্যক্ষা ডঃ অসীমা রায়, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অরুণাভ ভট্টাচার্য্য ও বইয়ের লেখিকা দর্শন বিভাগের অধ্যাপিকা স্বর্ণালী রায় চৌধুরীকে পাশে রেখে আনুষ্ঠানিক ভাবে বইটির আবরণ উন্মোচন করেন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় ।
এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় বলেন, অত্যন্ত ভাল পদক্ষেপ নিলেন স্বর্ণালী রায় চৌধুরী কারণ বইটি আমাদের জন্য প্রাসঙ্গিক। বইটি ছাত্র ছাত্রীদের অনেক কাজে লাগবে এবং তারা ঠিক মতো অধ্যয়ণ করলে যুগার উপর অনেক তথ্য পাবে। এতো ব্যবস্থার মাঝেও অতি কম সময়ে মূল্যবান বইটি লেখার জন্য তিনি কলেজের তরফে বইয়ের লেখিকা স্বর্ণালী রায় চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান। ছাত্র ছাত্রীরা এই বইটি যাতে সহজে পেতে পারে তার ব্যবস্থা নিতেও অধ্যাপিকা স্বর্ণালীকে আহ্বান জানান তিনি।
এদিকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বইয়ের লেখিকা স্বর্ণালী রায় চৌধুরী বলেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর অধীনে আসাম বিশ্ববিদ্যালয় শিলচর একটি পাঠ্যক্রম বানিয়েছে যার মধ্যে ভ্যালু এডেড কোর্স যুক্ত করা হয়েছে। তিনি বলেন বর্তমান সরকার গুণগত শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছে তাই সেই উদ্দেশ্য মাথায় রেখে একটি কোর্স নিয়ে আসা হয়েছে যেটার নাম হচ্ছে হেল্থ এণ্ড ওয়েলনেস যুগা এণ্ড স্পোর্টস। স্বর্ণালী রায় চৌধুরী বলেন, সেই কোর্সের প্রসঙ্গের উপর ভিত্তি করে আমি এই পাঠ্যবই ছাত্র ছাত্রীদের জন্য তৈরী করেছি। এই বই পড়ে ছাত্র ছাত্রীরা অনেকাংশে লাভবান হবে এবং বিষয় গুলো ভালো করে জানতে পারবে। সেই সঙ্গে পরিশিষ্টতে তাদের প্রেক্টিক্যালের জন্য যে বিষয় গুলো এবং কিছু মডেল টাইপ প্রশ্নের উত্তর সংযুক্ত করে দেওয়া হয়েছে যাতে তাদের পরীক্ষার উদ্দেশ্য সমাধান করা যায়, বলেন স্বর্ণালী।
উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডঃ রূপম রায়, ডঃ রাহুল শরনীয়া, ডঃ মনিকুমার সিংহ, সোনালী চন্দ, বৈশালী চক্রবর্তী, লীনা বাঈ প্রমুখ।