Barak UpdatesHappeningsBreaking News
স্বর্ণালী রায়চৌধুরীর পিএইচডি লাভ
ওয়েটুবরাক, ৪ মে: বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুল এবং করিমগঞ্জ কলেজের প্রাক্তনী স্বর্ণালী রায়চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করলেন।
আসাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ পাইয়াস ভি থমাস এর তত্ত্বাবধানে তিনি গবেষণা করেন৷ তাঁর গবেষণার বিষয় ছিল “রেশনালিটি অ্যান্ড কালচারাল রিফ্লেক্সিভিটি: অ্যান অ্যানকুয়েরি ইন টু দ্য ফেনোমেনোলজিক্যাল অ্যান্ড পোস্ট-ফেনোমেনোলজিক্যাল কনসেপ্ট অব রেশনালিটি।”
স্বর্ণালী বর্তমানে শিলচর রাধামাধব কলেজে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। তার এই সাফল্যে রাধামাধব কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের সঙ্গে তাঁর শিক্ষক-শিক্ষিকারা খুশি ও আনন্দ ব্যক্ত করে তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
স্বর্ণালী করিমগঞ্জের ক্রীড়া ও সংস্কৃতি জগতের সুপরিচিত ব্যক্তিত্ব সুবীর রায়চৌধুরী ও মমতা রায়চৌধুরীর কনিষ্ঠা কন্যা। তাঁর এই সাফল্যে পরিচিত মহলে আনন্দের আবহ বিরাজ করছে। সবাই তাঁর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
উল্লেখ্য, স্বর্ণালী ২০১২ সালে উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষায় কলা বিভাগে অষ্টম স্থান লাভ করেন এবং ২০১৫ সালে করিমগঞ্জ কলেজের ছাত্রী হিসাবে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় দর্শন শাস্ত্রে প্রথম বিভাগ প্রথম স্থান দখল করে স্বর্ণপদক লাভ করেন। পরে ২০১৭ সালে হায়দ্রাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান দখল করে শিক্ষার অঙ্গনে সর্বভারতীয় স্তরে বরাক উপত্যকা তথা আসামের অবস্থান চিহ্নিত করে স্বর্ণপদক অর্জন করেন।