Barak UpdatesHappeningsBreaking News
স্বদেশী জাগরণ মঞ্চকে সঙ্গে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল কনক্লেভ
ওয়েটুবরাক, ১২ মার্চঃ তিনদিনের ন্যাশনাল কনক্লেভের আয়োজন করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর স্টাডিজ ইন হিউমেন ডেভেলপমেন্ট। সঙ্গে রয়েছে হায়দরাবাদের গান্ধী কিং ফাউন্ডেশন ও স্বদেশি জাগরণ মঞ্চের কাছাড় জেলা শাখা। আগামী ১৫ ও ১৬ মার্চ দুদিন হবে ন্যাশনাল কনফারেন্স। বিষয়ঃ ইন্ডিয়া অন দ্য মুভ টুওয়ার্ডস আত্মনির্ভর ভারতঃ রিভিজিটিং ইন্ডিজেনাস নলেজ অ্যান্ড গান্ধিয়ান ভিশন। ১৭ মার্চ বরাক উপত্যকার পরম্পরাগত শিল্পকলার ওপর ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। একে সার্থক করে
তুুুুলতে অধ্যাপক নিরঞ্জন রায়কে কো-অর্ডিনেটর করে একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে৷ চেয়ারম্যান অধ্যাপক গোপালজি মিশ্র৷ অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক জি রাম৷ জয়েন্ট কো-অর্ডিনেটর ড. দেবতোষ চক্রবর্তী ও স্বদেশি জাগরণ মঞ্চের শান্তনু সূত্রধর৷