NE UpdatesHappeningsBreaking News
স্ত্রী হত্যা, ৭ বছরের জেল স্বামীর
২ অক্টোবর : প্রায় ১৬ বছর অপেক্ষার পর আদালতের রায়ে ফলাফল মিলল। ত্রিপুরার একটি নিম্ন আদালত জনৈক রঞ্জিত ঘোষকে স্ত্রী হত্যা মামলায় ৭ বছরের কারাবাসের আদেশ দিয়েছে। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রায় ২৬ জনের শুনানি গ্রহণ করার পর শুক্রবার বিকেলে বিচারপতি এই রায় শুনিয়েছেন। ঘটনাটি ঘটেছিল ২০০৫ সালের ১ মার্চ বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের হরিপুর এলাকায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, অভিযুক্তের স্ত্রী বিপুলা মজুমদার ঘোষ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিলেন। পরবর্তীতে মহিলার ভাই বিধান মজুমদার বিলোনিয়া পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করে বলেছেন, অর্থের জন্য স্বামী রঞ্জিত ঘোষ তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার চালাত। বেশ কয়েক বছর পালিয়ে থাকার পর অবশেষে আদালতের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত রঞ্জিত ঘোষ। আদালতের রায়ে শেষমেশ তার শাস্তি হয়।