NE UpdatesHappeningsBreaking News

স্কুলশিক্ষার নতুন বোর্ড গঠিত, বরাক থেকে সদস্য উদয় ভানু

ওযেটুবরাক, ১১ সেপ্টেম্বরঃ সেবা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদকে একসঙ্গে যুক্ত করে অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ (এএসএসইবি) গঠন  করা হয়েছে। এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার আরসি জৈনকে। রুকমা গোঁহাই বরুয়া হয়েছেন ভাইস চেয়ারম্যান। সদস্যদের তালিকায় রয়েছে বিসি রায় মেমোরিয়াল অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক উদয়ভানু সিংহ ছেত্রিও। তিনি রাজ্যপাল সদস্যদের একজন।

Rananuj

পদাধিকার বলে সদস্য হলেন স্কুল শিক্ষা দফতরের বরিষ্ঠতম সচিব, এক এবং দুই নং ডিভিশনের সচিবদ্বয়, ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর, ভোকেশনাল ট্রেনিং স্টেট কাউন্সিলের ডিরেক্টর, এমপ্লয়মেন্ট ডিরেক্টর, স্কুল শিক্ষা ডিরেক্টর, এলিমেন্টারি শিক্ষা ডিরেক্টর, স্টেট কাউন্সিল এব এডুকেনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের ডিরেক্টর, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ডিরেক্টর ও চা জনজাতি কল্যাণ ডিরেক্টর, বড়ো অ্যান্ড আদার ট্রাইবাল ল্যাঙ্গুয়েজের ডিরেক্টর। এ ছাড়াও সদস্যদের তালিকায় রয়েছেন কামরূপের আইএস, মরিগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দিব্যজ্যোতি তামুলি, টিহু গার্লস স্কুলের প্রধানশিক্ষক লাবণ্য কলিতা, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, আসাম স্কিল ইউনির্ভাসিটি, রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটির রাজ্যপাল মনোনীত একজদন করে প্রতিনিধি, এমই টিচার্স অ্যাসোসিয়েশন, হাই স্কুল টিচার্স অ্যাসোসিয়েশন,  মাধ্যমিক শিক্ষক সংস্থা, হায়ার সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, লখিমপুরের পানীগাঁও ওপিডি কলেজ, পানীগাঁও, গোলাঘাটের দেববরাজ রায় কলেজ,  গুয়াহাটির কেসি দাস কমার্স কলেজের অধ্যক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker