Barak UpdatesHappeningsBreaking News
শিলচর-জামিরা বিশেষ ট্রেনের ফিরতি যাত্রার সময় পরিবর্তন
ওয়েটুবরাক, ২৬ অক্টোবর : আগামীকাল ২৭ অক্টোবর শিলচরে অনুষ্ঠেয় আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষায় ( এডিআরই) হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে তার ফিরতি যাত্রার সময় সূচির পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি মেনে ট্রেনটি রবিবার অর্থাৎ ২৭ অক্টোবর সন্ধ্যা ছয়টায় শিলচর থেকে জামিরা অভিমুখে রওনা দেবে। আগের কার্যসূচি অনুসারে ট্রেনটি বিকেল সাড়ে তিনটায় রওনা দেবার কথা ছিল। কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসনের অনুরোধে রেল বিভাগ ট্রেনটির সময়সূচি পরিবর্তন করে সন্ধ্যা ছয়টায় শিলচর থেকে যাত্রা শুরু করার সময় নির্ধারণ করেছে।
উল্লেখ্য, হাইলাকান্দি জেলার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ট্রেনটি ২৭ অক্টোবর ভোর চারটায় জামিরা থেকে শিলচর অভিমুখে রওনা দেবে। পাশাপাশি সকাল ৫টা থেকে হাইলাকান্দি শহরের গাছতলা বাস স্ট্যান্ড, কলেজ রোড বাস স্ট্যান্ড থেকেও ট্রাভেলার বাস শিলচর রওনা দেবে ৫ মিনিট অন্তর অন্তর। এছাড়া লালাবাজার বাসস্ট্যান্ড এবং ঘাড়মুরা থেকেও শিলচর অভিমুখে ট্রাভেলার বাস চলাচল করবে। বিকেলে শিলচর থেকেও অনুরূপভাবে হাইলাকান্দি ও ঘাড়মুরা পর্যন্ত ট্রেভেলার বাস চলাচল করবে। তবে পরীক্ষার্থীদেরকে নিজেদের পকেট থেকে ভাড়া দিয়ে বাস এবং ট্রেনের সুযোগ নিতে জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।