NE UpdatesHappeningsBreaking News

সোনারিতে হাতি পিষে মারল দুইজনকে

ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর : সোনারির মঞ্জুশ্রী চা বাগানে হাতির আক্রমণে প্রাণ হারালেন দুইজন৷ এই ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ পুলিশ গোবিন্দ তাঁতী ও বিকাশ তাঁতীর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে রওয়ানা হলে শ্রমিকরা বনকর্মীদের ওপর চড়াও হন৷ পুলিশ অবশ্য দ্রুত বনকর্মীদের উদ্ধার করে মৃতদেহ নিয়ে বেরিয়ে পড়ে৷ মঞ্জুশ্রী চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা জানান, পনেরোদিন আগে হাতির দল তিনজন শ্রমিকের ঘর তছনছ করে৷ তারা বনবিভাগকে জানালেও গুরুত্ব দেওয়া হয়নি৷ রবিবার রাতে ফের হাতির দল হানা দেয়৷ দশ নম্বর লাইনে শ্রমিকদের দুটি ঘর ভেঙে ফেলে৷ পদপিষ্ট করে গোবিন্দ তাঁতী ও বিকাশ তাঁতীকে৷ তাঁদের অভিযোগ, বনবিভাগ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে এই প্রাণহানির ঘটনা ঘটত না৷ বনবিভাগের বক্তব্য, জঙ্গলে খাদ্য কমে আসার দরুনই হাতির দল জনপদে নেমে আসে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker