Barak UpdatesHappeningsBreaking News
সোনাইর তরুতাজবাড়ি জিপির ৭০ পরিবার তৃণমূলে
ওয়েটুববরাক, ১১ জুলাই : পশ্চিম সোনাইর তরুতাজবাড়ি জিপির ৭০ পরিবার তৃণমূলে যোগদান করলেন। স্থানীয় গন্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন তপন মাল। মুখ্য অতিথি ছিলেন আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক ডা. এম শান্তি কুমার সিংহ৷ মূলত তাঁর হাত ধরেই তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আহমেদ হুসেইন, কর্না সিংহ, অমিত রজক, তাপস বাগদি, বিশ্বনাথ মাল ও গুলশান ভর প্রমুখ। বর্তমান পরিস্থিতিতে আকাশ ছোয়া দ্রব্যমূল্য, বেকারত্ব এর উপর দুই দুইবার বন্যার জলে সর্বস্ব হারা পরিবারবর্গের প্রতি আসাম সরকারের বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদেই তাঁরা দিদির দলকে বেছে নেন বলে জানান। অভিযোগ করেন, সোনাইর বর্তমান বিধায়ক একবারও খবর নেননি তাদের। স্থানীয় যুবক তাপস বাগদি বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল কংগ্রেস সরকার জনহিতকর কাজ করে যাচ্ছে তা সবার জানা৷
প্রধান অতিথির ভাষণে শান্তিকুমার সিংহ বলেন, আসামের মুখ্যমন্ত্রী নাগরিকের কোটি কোটি টাকায় আকাশভ্রমণ করেছেন৷ অথচ বন্যাকবলিত গ্রামবাসীরা আজও সঠিক ভাবে ত্রাণসামগ্রী বা ক্ষতিপূরণ পাননি। আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের দাম, বেকারত্ব সমস্যার সমাধানে বিফল হয়েছেন।
আসামে রিপুণ বরার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, দাবি করেন শান্তিকুমার৷