Barak UpdatesCultureBreaking News
সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে বসে আঁকো প্রতিযোগিতা
ওয়ে টু বরাক, ২৫ আগস্ট : সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল আয়োজিত পার্ক রোড শিলচরে শনিবার এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ দিন বিকেলে প্রতিযোগিতা শুরু হয় এবং এতে ১৮০ জন শিক্ষার্থী বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণ করে। সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শংসাপত্র প্রদান করা হয়। বিচারকের ভূমিকায় ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গণেশ নন্দী এবং বিশিষ্ট চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ। গৌরশঙ্করের নেতৃত্বে গোটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি বিমলেন্দু ভট্টাচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক গণেশ নন্দি, চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ, স্কুলের প্রধান শিক্ষিকা বিশ্বরূপা ভট্টাচার্য এবং অধ্যাপক শিল্পা পাল।তাদের সংস্থার পক্ষ থেকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে গণেশ নন্দি বলেন, এই উপত্যকায় যত বেশি প্রতিযোগিতা হবে তাতে শিল্পকলার অগ্রগতি হবে। গৌরশঙ্কর বলেন, মহামারী করোনার পর প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে বিভিন্ন সংস্থার দ্বারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হচ্ছে, তাতে অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে।
এই প্রতিযোগিতায় বদরপুর, ফুলেরতল, বাঁশকান্দি, লক্ষীপুর, এবং শিলচর থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা করা হয়। প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করার জন্য পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রতিযোগিতায় চারটি বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন, তারা হলেন “ক” বিভাগে প্রথম উত্তরা পাল, দ্বিতীয় শুভাঙ্গি মজুমদার ও তৃতীয় রোহন রায়। ক বিভাগে জ্ঞানা নাথ এবং মানবিক দাসকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। খ বিভাগে প্রথম সিদ্ধরাজ সিনহা।, দ্বিতীয় গায়ত্রী রংমাই এবং তৃতীয় সঞ্চিতা দেবনাথ।
গ বিভাগে প্রথম রিতস্মিতা ভট্টাচার্য, দ্বিতীয় আয়ুষী পাল ও তৃতীয় ঋষভ দে। এই বিভাগে বিশেষ পুরস্কার পেয়েছে প্রাচী বণিক। ঘ বিভাগে প্রথম আমন শ্রীবাস্তব, দ্বিতীয় মৌমিতা নাথ এবং তৃতীয় বিপ্র চৌধুরী।
প্রত্যেক জেলা থেকে আসা অংকন শিক্ষকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার পক্ষে প্রশান্ত ভট্টাচার্য।