Barak UpdatesHappeningsBreaking News
রাধামাধব কলেজে অশিক্ষক কর্মচারীদের এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ওয়েটুবরাক, ১৩ জুনঃ কলেজের প্রশাসনিক কাজে গতি আনতে উদ্যোগ নিয়েছে আইকিউএসি রাধামাধব কলেজ। এরই প্রেক্ষিতে সোমবার কলেজ প্রেক্ষাগৃহে প্রশাসনিক কাজ ও অ্যাকাউন্টিং নিয়ে অশিক্ষক কর্মচারীদের এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাধামাধব কলেজ আইকিউএসি-র উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় পৌরহিত্য করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড. অসীমা রায়।
এদিনের প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত হেড অ্যাসিস্ট্যান্ট প্রণব কুমার দে। অশিক্ষক কর্মচারীদের কীভাবে কাজের দায়িত্ব সামলাতে হয়, সেগুলি ভাল করে বুঝিয়ে দেন। প্রশাসনিক কাজ বলতে যেগুলি বোঝায় এ নিয়ে নিজের সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নেন প্রণববাবু। অ্যাকাডেমিক কাজ বলতে কী বোঝায়, এস্টাব্লিশমেন্ট ওয়ার্কের সঙ্গে কী কী জড়িত, অ্যাকাউন্টিং প্রসেস, সেলারি বাজেট সহ অফিসের কাজে জড়িত বিভিন্ন দিক অত্যন্ত সাবলীল ভাবে অশিক্ষক কর্মচারীদের বুঝিয়ে দেন। প্রশাসনিক কাজে ভবিষ্যতেও প্রয়োজনে অশিক্ষক কর্মচারীদের পাশে থাকার অঙ্গীকার প্রদান করেন তিনি৷ কলেজে নতুন করে যোগদান করা অশিক্ষক কর্মচারীদের তিনি শুভেচ্ছা জানিয়ে কলেজের উন্নয়নে প্রশাসনিক কাজে মনযোগ সহকারে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
এদিকে নিজের বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডঃ অসীমা রায় বলেন, কলেজের চারটা স্তম্ভ যথাক্রমে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, ছাত্র ও অধ্যক্ষ যখন এক সমন্বয়ে কাজ করবে তখনই একটা প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে। কাজেই তিনি সর্বাবস্থায় নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তোলার আহ্বান জানান। তিনি কলেজের সার্বিক বিকাশের পাশাপাশি প্রশাসনিক কাজে সর্বাবস্থায় স্বচ্ছতা বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য এদিনের প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী, কলেজের হেড অ্যাসিস্ট্যান্ট পূর্ণেন্দু দাস প্রমুখ । সভা সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য।