Barak UpdatesHappeningsBreaking News
সুদর্শন গুপ্ত ও সুরত বসুমাতারীর কথা স্মরণ রাধামাধব কলেজের শিক্ষক দিবস অনুষ্ঠানে
ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর : “শিক্ষক দিবসে আমাদের সহকর্মী প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্ত ও সুরত বসুমাতারীকে খুব মনে পড়ছে। ভাবতে বড়ই কষ্ট হয়, এরা দুজন আমাদের মধ্যে নেই।” মঙ্গলবার রাধামাধব কলেজ পড়ুয়াদের দ্বারা আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য রাখার সময় আবেগিক হয়ে কথাগুলি বলেন কলেজের উপাধ্যক্ষা ড. অসীমা রায় । বিশেষ করে সুদর্শন গুপ্ত জীবিত থাকলে প্রোগ্রাম নিয়ে কত ব্যস্ত থাকতো তা বলার অপেক্ষা রাখে না, বলেন অসীমা । তিনি শিক্ষক দিবসের শুভ মুহুর্তে কলেজ অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষক শিক্ষয়িত্রীদের আন্তরিক অভিনন্দন জানান। ছাত্র ছাত্রীদের কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং সর্বাবস্থায় শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস রায় ছাত্রীদের ভাল মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।
শিক্ষকদের সম্মানে কলেজ পড়ুয়াদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিহু নৃত্য, মণিপুরি নৃত্য, ডিমাসা নৃত্য, লোক নৃত্য পরিবেশন করেন কলেজ পড়ুয়ারা। তাছাড়াও বিভিন্ন শিল্পীর পরিবেশিত রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গানে অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে৷
শিক্ষক দিবস উদযাপন কর্মসূচিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দাস, সহ-সভাপতি অঙ্কিত দেব, সম্পাদিকা রিয়া দাস, কোষাধ্যক্ষ বিক্রম দেব, পায়েল দে, প্রত্যয় দেবনাথ, গৌরব কুর্মী, জয়দীপ নাথ, নিকন সিনহা, স্নেহা পাল, তনু পাল সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন তপপ্রিয়া ঘোষ। এদিনের অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অশিক্ষক কর্মচারীরাও উপস্থিত ছিলেন।