NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings
সুতারকান্দি সীমান্ত পেরিয়ে এলেন ৭৯ জন, বাংলাদেশে গেলেন ২০ জন
28 মেঃ লকডাউনের দরুন বাংলাদেশে আটকে পড়া ৭৯জন বৃহস্পতিবার সুতারকান্দি সীমান্ত পেরিয়ে স্বদেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৬১জন আসামের। ১৮জন মণিপুরের। একইভাবে এ পার থেকে বাংলাদেশে গিয়েছেন ২০জন।
আসামের বাসিন্দা যারা ফিরেছেন, তাঁদের মধ্যে করিমগঞ্জের শুধু ৭জন। তাদের বদরপুরে কোয়রান্টাইন করা হয়েছে৷ বাকিরা কাছাড়, বরপেটা, শোণিতপুর সহ বিভিন্ন জেলার৷ মণিপুরের ১৮ জনকে সে রাজ্যের সরকার গাড়ি পাঠিয়ে সুতারকান্দি থেকেই নিয়ে গিয়েছে৷ একইভাবে বিভিন্ন জেলা প্রশাসন তাদের জেলার নাগরিকদের জন্য গাড়ি পাঠিয়েছে৷ সেখানেই তাদের কোয়রান্টাইন করা হবে৷ নিজ নিজ জেলায় লালারসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হবে৷
করিমগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভারতের বিদেশ দফতর আগে আসামের ১০৭ ও মণিপুরের ২৪ জনের তালিকা পাঠিয়েছিল৷ তাদের মধ্য থেকে ৭৯ জন বৃহস্পতিবার এসেছেন৷ বাকিরা ইচ্ছে করলেই শুক্র বা শনিবার আসতে পারবেন না৷ আবার যখন দুই দেশের আলোচনার প্রেক্ষিতে সীমান্ত খোলা হবে, তখনই তারা ফিরতে পারবেন৷