NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সুতারকান্দি দিয়ে ১৯ জন বাংলাদেশিকে স্বদেশে ফেরত
২৮ জানুয়ারি: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন তারা । এর পর কেউ সীমান্ত সুরক্ষা বাহিনী, কেউ আসাম পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটেন। বৃহস্পতিবার দেশে ফিরলেন ১৯ বাংলাদেশি।
সাজার মেয়াদ শেষ হলেও নানা জটিলতায় তাদের প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়েছিল। অবশেষে দু’দেশের দীর্ঘ কূটনৈতিক তৎপরতায় বাড়ি ফিরলেন সবাই৷ সেজন্য বিশেষ ভূমিকা নেয় আসাম সরকার এবং গুয়াহাটিতে থাকা বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার ড. তানভীর মনসুর রনির ও মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন দফতরের সহকারী কর্মকর্তা অমলেন্দুকুমার দাশ।
সুতারকান্দি-শেওলা স্থলবন্দরে নিয়ে সীমান্ত সুরক্ষা বাহিনী ও আসাম পুলিশের সীমান্ত শাখা বৃহস্পতিবার দুপুরে তকদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে৷ করিমগঞ্জের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার ঝা বলেন, কোভিড প্রটোকল এবং স্বাস্থ্য পরীক্ষা শেষেই তাদের বাংলাদেশের সরকারের প্রতিনিধি এবং সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।