Barak UpdatesHappeningsBreaking News
সুতারকান্দিতে ৩০০ জনকে ইদের বস্ত্র দিল সর্বধর্ম সমন্বয় সভা
ওয়েটুবরাক, ২০ এপ্রিল : সমাজে শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকলে সবকিছুই সম্ভব। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতি ঘটে। দুর্নীতিমুক্ত সমাজ গড়ে ওঠে। সেজন্য করিমগঞ্জ জেলার মানুষকে সম্প্রীতির নজির স্থাপন করতে আহ্বান জানালেন করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া। সোমবার সুতারকান্দিতে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার ব্যবস্থাপনায় আয়োজিত ইদের বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি৷ বরুয়া। তিনি বলেন, সর্বধর্ম সমন্বয় সভার কর্মপ্রয়াস জেলায় শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। অন্যান্য বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয়ব্রত দেবনাথ, অনিন্দিতা চক্রবর্তী প্রমুখ৷ এদিন প্রায় তিনশো দরিদ্র অসহায় পুরুষ-মহিলা, ছেলে-মেয়েকে বস্ত্র সামগ্রী প্রদান করা হয়। একে একে তিনজনের হাতে বস্ত্র তুলে দিয়ে বিতরণী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি পদ্মনাভ বরুয়া। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন নির্মাল্য মুখার্জি, সুতারকান্দি বড় মসজিদের ইমাম মওলানা আব্দুল্লাহ আলকাছিমি, সাহারুল আলম, দেওয়ান কাজিম আহমদ চৌধুরী, হাজি নজরুল ইসলাম চৌধুরী, শিলাদিত্য ধর, জান্নাতুল হক চৌধুরী, আব্দুল মান্নান, তাজ উদ্দিন চৌধুরী, জয়েদ আহমদ চৌধুরী, মোহাম্মদ মুজাকির রহমান, সাহিল আহমেদ, ইমদাদুল হক চৌধুরী প্রমুখ।