Barak UpdatesHappeningsBreaking News
সিরিঞ্জ এলেই শুক্রবার শিলচরে দশটি কেন্দ্রে কোভিশিল্ড
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর: শিলচর শহরের দশটি কেন্দ্রে শুক্রবার ভ্যাকসিনের সূচি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
শহরের দশটি কেন্দ্রে শুক্রবার অন-স্পট রেজিস্ট্রেশনে প্রত্যেকটিতে কোভিশিল্ড প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে । এই কেন্দ্রগুলো হলো শিলচরের ৬৭৪ নং দাস কলোনি পাঠশালা, মালুগ্রামের রাধারমন স্কুল, সদরঘাটের অভয়iচরণ পাঠশালা , অম্বিকাপট্টির দুর্গা শংকর পাঠশালা, নাজিরপট্টি মডেল এলপি স্কুল, ওয়াটার ওয়ার্কস রোড এর হাজি কেরামতুল্লাহ পাঠশালা, শিব কলোনি এলপি স্কুল, কালিবাড়িচর সঞ্জয় গান্ধী এলপি স্কুল, রংপুর রাসবিহারী এলপি স্কুল এবং শিলচরের সিভিল হাসপাতাল l এই কেন্দ্রগুলিতে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা ২০০টি করে মোট ৪০০টি কোভিশিল্ড দেওয়া হবে।
এছাড়া শহরের ট্রাংক রোডের আরবান পিএইচসিতে কোভ্যাক্সিনের শুধুমাত্র দ্বিতীয় ডোজ অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে শুক্রবার ২০০টি করে দেওয়া হবে। তবে শুক্রবারের ভ্যাকসিন প্রদানের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুত থাকলেও ভ্যাকসিন প্রদানের সিরিঞ্জ গুয়াহাটি থেকে শুক্রবার সকালের মধ্যে এসে পৌঁছালে ভ্যাকসিন দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।