Barak UpdatesHappeningsBreaking News
সিভিল হাসপাতালে রোগীদের কম্বল দিল রোটারি পিঙ্ক
৫ জানুয়ারিঃ শীতকে স্বাগত জানিয়ে রোটারি পিঙ্ক যে সব কর্মসূচি গ্রহণ করেছে, এর অঙ্গ হিসেবে মঙ্গলবার শিলচরের এসএম দেব সিভিল হাসপাতালে চিকিতসাধীন সকলের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। ক্লাবের সহ-সভাপতি তথা শহরের বিশিষ্ট প্রসূতি রোগ বিশেষজ্ঞ বিজয়লক্ষী দাস তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নেন, প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শিশুর যত্নের ওপর বিশেষ গুরুত্ব দেন। রোটারিয়ান ডা. রজত দেব, রোটারিয়ান ডা. জুরি শর্মা, মমতাজ বড়ভুইয়া এবং পূরবী আচার্যও তাঁর সঙ্গে ছিলেন, রোগীদের সঙ্গে কথা বলেন।
রোটারি ক্লাব অব শিলচর পিঙ্কের ভোকেশনাল সার্ভিস চেয়ারম্যান পর্ণশ্রী ভট্টাচার্য এই কর্মসূচিতে বিশেষ ভাবে সক্রিয় ছিলেন। তাঁদের কথায়, প্রকৃতির নিয়ম মেনেই ঋতু পরিবর্তন হয়। তাই প্রতিটি ঋতু গুরুত্বপূর্ণ। কিন্তু উপযুক্ত গরম পোশাক না থাকলে শীতকে সহ্য করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই শীতকে স্বাগত জানাতে গিয়ে তাঁরা কম্বল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছেন।