India & World UpdatesHappeningsBreaking News

সিবিএসই-র বাকি পরীক্ষা: ২৩ জুনের মধ্যে জবাব চাইল শীর্ষ আদালত

১৭ জুন: শেষপর্যন্ত সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর পরীক্ষা নিয়ে অভিভাবকদের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা বাতিলের প্রস্তাব রাখল শীর্ষ আদালত। সেইসঙ্গে ইন্টার্ন্যাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া যায় কি না, ব্যাপারটি বোর্ডকে বিবেচনা করে দেখত বলেছে আদালত। ২৩ জুনের ভেতরে এ প্রসঙ্গে নিজেদের সিদ্ধান্ত পেশ করতে সিবিএসই-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Rananuj

‘দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর এই করোনাকালে এরকম সরাসরি পরীক্ষার ব্যবস্থা পড়ুয়াদের জন্য ক্ষতিকারক হতে পারে। ভাইরাস সংক্রমণের শিকার হতে পারেন শিক্ষার্থীরা। তাই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আয়োজন মোটেই সুরক্ষিত নয়।’ এমন দলিল পেশ করে শীর্ষ আদালতে পরীক্ষা বাতিলের নির্দেশ দিতে আবেদন রেখেছিলেন চার অভিভাবক। আরও আর্জি রেখেছিলেন, ‘প্রি-বোর্ড পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ছাত্র-ছাত্রীর স্কুলের ইন্টারন্যাল অ্যাসেসমেন্টে পাওয়া নম্বরের ভিত্তিতে পরীক্ষার ফল নির্ণয় করার নির্দেশ দেওয়া হোক সিবিএসই-কে।’

অভিভাবকদের অভিযোগ ছিল, করোনা সংক্রমণের কথা বিবেচনা করে ইতিমধ্যে বিদেশের ২৫০ স্কুলে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল ঘোষণা করেছে সিবিএসই। ফলাফলও দেওয়া হচ্ছে অ্যাসেসমেন্টের ভিত্তিতে। অথচ ভারতে এমন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে না?

বুধবার বিচারপতি এ এন খানউইলকরের নেতৃত্বে তিন সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ এই ইস্যুতে শুনানি দেয়।
প্রসঙ্গত, মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সঙ্কেত পাওয়ার পর ১ থেকে ১৫ জুলাইর মধ্যে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা বিষয়ের পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় বোর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker