Barak UpdatesAnalyticsBreaking News
সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে ফাইন আদায় করা হবে হাইলাকান্দিতে
ওয়ে টু বরাক, ১৮ সেপ্টেম্বর : সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ থাকার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি পুরসভা এলাকায়ও তা ব্যবহার ধরা পড়লে জরিমানা আদায় করা হবে। হাইলাকান্দি পুরসভার নির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে ১২৫ মাইক্রোনের নিচে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন।
এতে বলা হয়েছে, হাট বাজার এলাকা, সামাজিক উৎসব অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনও অবস্থাতেই এ ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না। যদি এ ধরনের কোনও সিঙ্গল ইউজ প্লাস্টিক সামগ্রীর ব্যবহার হাইলাকান্দি পুর এলাকায় ধরা পড়ে, তবে সে ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে বলে পুরসভার নির্বাহী আধিকারিক সতর্ক করে দিয়েছেন।