NE UpdatesHappeningsBreaking News

সিকিমে এক আসনে বিরোধী দল, বাকি সব জিতে নিল এসকেএম

ওয়েটুবরাক, ২ জুনঃ উত্তর-পূর্বে পুরনোদেরই জয়জয়কার৷ অরুণাচল প্রদেশে বিজেপি এবং সিকিমে এসকেএম-কে ক্ষমতায় ফেরালেন ভোটারেরা৷ দুই রাজ্যেই বিরোধীরা মাথা তুলতে পারেনি৷ অরুণাচল প্রদেশে তবু ১৪ আসন ভাগ করে নিয়েছেন তাঁরা৷ সিকিমে বিরোধী বেঞ্চে থাকবেন এসডিএফ-র একমাত্র বিজয়ী৷ দুই আসনে দাঁড়িয়েও পাঁচবারের মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিঙকে পরাজয়ের মুখ দেখতে হল এ বার৷ পরাজিতদের মধ্যে রয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা এসডিএফ প্রার্থী ভাইচুঙ ভুটিয়া, প্রদেশ বিজেপি সভাপতি দিলিরাম থাপাও৷ সে রাজ্যে কংগ্রেস খাতা খুলতে পারেনি৷ পারেনি বিজেপিও৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসকেএম নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন৷ সেই সঙ্গে রাজ্যের বিজেপি কার্যকর্তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেন৷ এক্স হ্যান্ডলে লেখেন, যারা বিজেপিকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ৷ সিকিমের উন্নয়নে আমাদের দল সামনে থেকে কাজ করবে৷

গত ১৯ এপ্রিল নির্বাচন হয়েছিল হিমালয়ের কোলে বসা রাজ্যটিতে৷ রবিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগণনা হয়৷ নির্বাচন কমিশন জানায়, ৩২ আসনের সিকিম বিধানসভা নির্বাচনে ৩১ আসনেই সিকিম ক্রান্তিকারী মোর্চা বিজয়ী হয়েছে৷ মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাঙ দুই আসনে প্রতিদ্বন্ধিতা করে উভয় আসনে জেতেন৷

লাগাতার পঁচিশ বছর শাসনক্ষমতায় ছিল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ ২০১৯ সালে পালাবদল ঘটে৷ তাও হাড্ডাহাড্ডি লড়াইয়ে একেবারে ম্যাজিক সংখ্যা ছুঁয়ে সরকার গড়েছিলেন এসকেএম সুপ্রিমো তামাঙ৷ সে বার এসডিএফ পেয়েছিল ১৫  আসন৷ শুধু তাই নয়, বিরোধী আসনে বসলেও তারা এসকেএমের চেয়ে মোট ভোট বেশিই পেয়েছিল৷ কিন্তু পাঁচ বছরে তামাঙ পুরো চিত্র বদলে দিয়েছেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker