NE UpdatesHappeningsBreaking News
সিআইডি হেফাজতে অভিযুক্ত দিবন ডেকা
৬ অক্টোবর : পুলিশের এসআই নিয়োগ কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত দিবন ডেকাকে সিআইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। সিআইডি ৭ দিনের জন্য তাকে হেফাজতে নিতে আদালতের কাছে আর্জি জানিয়েছিল। তবে আদালত অভিযুক্ত দিবন ডেকাকে ৬ দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশের অপরাধ শাখা গত ১ অক্টোবর থেকে দিবনকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালায়। মঙ্গলবার পুনরায় তাকে কামরূপ মেট্রো জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করায়।
উল্লেখ্য, গুয়াহাটিতে আত্মসমর্পণ করতে আসার সময় গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টা নাগাদ পাটসারকুছি থেকে গ্রেফতার করা হয় বিজেপি নেতা দিবন ডেকাকে। এই কেলেঙ্কারিতে নাম আসার পর দিবন এক ফেসবুক পোস্টে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে। দিবন ডেকার বিরুদ্ধে একেকটি প্রশ্নপত্র কিছু সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করার গুরুতর অভিযোগ রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী বিজেপি নেতা দিবন ডেকা এই এসআই পরীক্ষার প্রশ্নপত্র ছাপানোর ঠিকা পেয়েছিল। তার একটি ছাপাখানা থাকার কথাও জানা গেছে।