Barak UpdatesHappeningsBreaking News

সায়ন্তনের জন্মদিনেই শিলচর মেডিক্যালে শুরু ক্যাথল্যাবের কাজ

ওয়েটুবরাক, ১৩ জুলাই : শিলচর মেডিক্যাল কলেজে শুরু ক্যাথল্যাবের কাজকর্ম৷ মঙ্গলবার নয়জনের এনজিওগ্রাফি হয়েছে৷ প্রয়োজনে এখন এখানেই হবে এনজিওপ্লাস্টি৷

ক্যাথল্যাবটি অবশ্য ২১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছিল৷ কিন্তু নানা জটিলতায় চালু করা যায়নি৷ বন্যা পিছিয়ে দেয় আরও বেশ কিছুদিন৷ শেষে ১২ জুলাই সায়ন্তন ভট্টাচার্যের  জন্মদিনটিকেই বেছে নেওয়া হয়৷

মূলত আড়াই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর অকালপ্রয়াণেই ক্যাথল্যাবের দাবি ওঠে৷ থাউজেন্ড সায়ন্তন নামে সংগঠন গড়ে তুলে দাবি আদায়ে এই অঞ্চলেল একদল তরুণ রীতিমত পেছনে পড়ে থাকেন৷ শেষে আসে সাফল্য৷ তাঁদের আশা, শুধু একটা এনজিগ্রাফির জন্য সায়ন্তনের মতো ছেলেদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না৷

কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি ও মেডিক্যালের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া প্রথম এনজিওগ্রাফির দিনে ক্যাথল্যাবে উপস্থিত হয়ে বলেন, বরাক উপত্যকার চিকিৎসার ইতিহাসে ১২ জুলাই ঐতিহাসিক দিবস হয়ে থাকবে৷ কীর্তি এ জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker