Barak UpdatesHappeningsBreaking News
‘সাম্রাজ্যবাদ এবং ভারত বিভাজন’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান জিসি কলেজে
ওয়ে টু বরাক, ৫ মে ঃ বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের ব্যবস্থাপনায় শুক্রবার শিলচর গুরুচরণ কলেজে এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠান আয়োজিত হয়। বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নগাঁও মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নর্থ ইস্ট স্টাডিসের অধ্যাপক ডঃ সঞ্জীব গোস্বামী।
“সাম্রাজ্যবাদ এবং ভারত বিভাজন” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট গবেষক তথা অধ্যাপক ড. সঞ্জীব গোস্বামী বলেন, ইংরেজরা যে সাম্রাজ্যবাদের বীজ বপন করেছিল তা এখনও শেষ হয়নি। তিনি উদাহরণ তুলে ধরে ব্রিটিশের চালু করা সাম্রাজ্যবাদের বিভিন্ন দিক তুলে ধরেন যা পরবর্তীতে ভারতকে বিভাজন করতে সক্ষম হয়। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদেরও বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এছাড়া ডাইভারসিটি ইন ইউনিটির প্রয়োজনীয়তার পক্ষে তিনি মত ব্যক্ত করেন।
গুরুচরণ কলেজের কনফারেন্স হলে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েকের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে জিসি কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব, শিলচর মহিলা কলেজের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী, রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজের ডিরেক্টর ড. দীপঙ্কর কর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন কার্যকর্তা সহ শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পরিচয় করিয়ে দেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিবশঙ্কর মজুমদার। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সম্পাদক স্বপন শুক্লবৈদ্য।