Barak UpdatesHappeningsBreaking News

সাক্ষরতা দিবসে স্বয়ম্ভরাকে নিয়ে রোটারি ক্লাবের প্রয়াস

ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মালুগ্রামের স্বয়ম্ভরাকে সঙ্গে নিয়ে নিরক্ষরতা দূরীকরণে আরেক প্রস্ত উদ্যোগ নিল শিলচর রোটারি ক্লাব৷ শুক্রবার এ উপলক্ষে মালুগ্রামের স্বয়ম্ভরা কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ তাতে অন্য কিস্তির মতো এ বারও নিরক্ষর বয়স্ক মহিলাদের বেছে নেওয়া হয় সাক্ষর করে তোলার জন্য৷ মোট ৩০ জন মহিলাকে তিনমাসের কোর্সে ভর্তি করানো হয়৷ সকলের হাতে ওইদিন শিক্ষণসামগ্রী তুলে দেন রোটারি ক্লাবের কর্মকর্তারা৷

Rananuj

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী, প্রাক্তন সভাপতি ফখরুল আলম মজুমদার, স্বয়ম্ভরার প্রধান রোটারিয়ান শান্তনু দাস, রোটারিয়ান শ্যামল দাস ও বিজন সরকার৷

শিলচর রোটারি ক্লাব ও স্বয়ম্ভরার যৌথ উদ্যোগের দরুন মালুগ্রাম, ঘনিয়ালা, দুধপাতিল প্রভৃতি এলাকার মহিলারা স্বাক্ষর দেওয়া শিখছেন৷ সঙ্গে লাভ করছেন প্রাথমিক পাঠও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker