India & World UpdatesHappenings
সাইবার সুরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বার্তা মোদি-বাইডেন বৈঠকে
ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর : তিন দিনের সফরে আমেরিকায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘কোয়াড’ সদস্য রাষ্ট্রগুলির বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেন। দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা, প্রযুক্তি, সাইবার সুরক্ষা-সহ একাধিক প্রসঙ্গ।
মোদি-বাইডেনের বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা হয়েছে। আরও জানা গেছে, আমেরিকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ড আবার ফিরছে ভারতে।
সাইবার সুরক্ষার ক্ষেত্রে ভারত ও আমেরিকা, দু’দেশই পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে। চলতি বছরের নভেম্বরে দ্বিপাক্ষিক একটি মঞ্চও শুরু করার কথা উঠে এসেছে মোদি-বাইডেন বৈঠকে। সাইবার হামলা সংক্রান্ত তথ্য, সাইবার সুরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ এবং টেলিযোগাযোগ মাধ্যমে ঝুঁকি কমানোর লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করবে। এছাড়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসা ও ইসরোর একসঙ্গে কাজ করার কথাও উঠে এসেছে আলোচনায়।
বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে গবেষণা করবে দুই দেশের মহাকাশ গবেষণা সংস্থা। ‘সিভিল স্পেস জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’-এর মাধ্যমে দু’পক্ষের মধ্যে তথ্যের আদানপ্রদানকেও বাহবা দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। অন্যদিকে, ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে এবার আমেরিকার মাটিতে বিশ্বের বিভিন্ন টেকনোলজি সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠক করলেন মোদি।