Barak UpdatesHappeningsCultureBreaking News
সাংস্কৃতিক শোভাযাত্রায় করিমগঞ্জে নৃত্যনীড়ের রজতজয়ন্তীর সূচনা
ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : করিমগঞ্জের নৃত্যশিক্ষা কেন্দ্র নৃত্যনীড় সংস্কৃতি কলা কেন্দ্র এ বছর পঁচিশে পা রেখেছে। সংস্থাটির রজত জয়ন্তী উদযাপন সমিতি তিনটি পর্যায়ে বছরজোড়া নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ রবিবার এক সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে রজত জয়ন্তী বর্ষের সূচনা হয়। সুসজ্জিত ট্যাবলো সহকারে নাচের পোশাকে সজ্জিত ছাত্রছাত্রী এবং শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।
চার শতাধিক মানুষের শৃঙ্খলাবদ্ধ সাংস্কৃতিক শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলি পরিক্রমা করে এবং শহরের ভাষাশহিদ বেদী এবং মনীষীদের মূর্তিতে মাল্যদান করে। রজত জয়ন্তীর প্রথম পর্যায়ের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ২২-২৩ ডিসেম্বর দুইদিনের এক শাস্ত্রীয় নৃত্যোৎসব।
করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আগামী ২২ ডিসেম্বর হবে বর্ষব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালার উদ্বোধন। দুইদিনের নৃত্যোৎসবে আসছেন গৌড়ীয় নৃত্যের মহাগুরু তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ড. মহুয়া মুখোপাধ্যায়, পূর্বোত্তরের খ্যাতনামা কত্থক শিল্পী পূর্ণশ্রী ঘোষ, মণিপুরী নৃত্যশিল্পী তনুশ্রী দাস, ওডিশি নৃত্যে দীপঙ্কর দাস এবং সত্রীয় নৃত্যগুরু নরেন চন্দ্র বরুয়া ও সহশিল্পীরা। থাকবে নৃত্যনীড়ের নিজস্ব প্রযোজনা ‘কথামানবী’।
এ ছাড়াও বছর জুড়ে নানা পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সমিতির সম্পাদক দেবাশিস ভট্টাচার্য। আজকের শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ড. রাধিকারঞ্জন চক্রবর্তী, সুবীর রায়চৌধুরী, শাশ্বতী ভট্টাচার্য প্রমুখ।