NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবসের অনুষ্ঠানে বঙ্গ সাহিত্যের প্রতিনিধি দল
ওয়েটুবরাক, ২৩ ডিসেম্বর : দুধপাতিলের সাঁওতাল টিলায় অনুষ্ঠিত ২০তম সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস অনুষ্ঠানে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বৃহস্পতিবার চারজনের এক প্রতিনিধি দল প্রেরণ করে৷ ওই চারজন হলেন সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত এবং পরিতোষ চন্দ্র দত্ত, উত্তমকুমার সাহা ও সুপ্রদীপ দত্তরায়৷ আয়োজকরা উত্তরীয় দিয়ে বঙ্গ সাহিত্যকে সম্মানিত করে। পরে সম্মেলনের পক্ষে সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ বহুভাষিক আসামে সাঁওতালদের ভাষার অধিকার রক্ষার আন্দোলনে বঙ্গ সাহিত্য পাশে থাকবে বলে অঙ্গীকার করেন। আসামের চা শিল্পের বিকাশে এবং রাজ্যের আর্থিক সমৃদ্ধির প্রয়াসে সাঁওতালদের সদর্থক ভূমিকার কথা তুলে ধরে তাদের গণতান্ত্রিক দাবি সমূহের প্রতি তাঁদের সমর্থন থাকবে বলেও উল্লেখ করেন । সাঁওতালদের ‘অলচিকি’ ভাষার বর্ণ শিক্ষা প্রদানে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে বঙ্গ সাহিত্যের সহযোগিতা থাকবে বলেও আশ্বাস দেন তিনি । তাঁর কথায়, বহুভাষিক সমন্বয়ের প্রয়াসে এটা এক নতুন সংযোজন।
প্রসঙ্গত, দুদিন ব্যাপী নানা কর্মসূচিতে সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালিত হলো কাছাড় জেলাতেও৷ উপত্যকার তিন জেলার বিভিন্ন স্থান থেকে আদিবাসী নারীপুরুষ এই কর্মসূচিতে অংশ নেন৷ বুধবার প্রথম দিনে ছিল প্রশিক্ষণ কর্মসূচি৷ মূল অনুষ্ঠান হয় বৃহস্পতিবার৷ ২০০৩ সালের ২২ ডিসেম্বরেই সাঁওতালি ভাষা সাংবিধনিক স্বীকৃতি পায়৷ ওই দিনে তাই সাঁওতাল সমাজ সহ আদিবাসী সংগঠনগুলি সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালন করে৷
সকালে জাতীয় পতাকা উত্তোলন করে শহিদ তর্পণ করেন উপস্থিত বিশিষ্টজনেরা৷ পরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে চলে আলোচনা সভাও৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারা অসম সাঁওতাল মাঝিমণ্ডল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল হেমব্রম ও সহসভাপতি দীপেন সোরেন৷ দুদিনের এই কার্যসূচিতে দফায় দফায় দাবি ওঠে আসামে সাঁওতালদের মাতৃভাষায় শিক্ষার সুযোগ দিতে হবে, তাঁদের তফশিলির জনজাতির স্বীকৃতি দিতে হবে ইত্যাদি৷