Barak UpdatesHappeningsBreaking News
সহযোগী রাজ্য ভাষা ঘোষণায় বাংলা উপেক্ষিতই, বঙ্গসাহিত্যের ক্ষোভ
বড়ো ভাষার স্বীকৃতিতে সন্তোষ
২৩ ডিসেম্বর : বড়ো ভাষাকে এ রাজ্যের সহযোগী রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দিতে রাজ্য সরকার অসম ভাষা আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সন্মেলন তাকে স্বাগত জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে এ রাজ্যের বহুজাতিক ও বহুভাষিক চরিত্রের স্বীকৃতি মিলল বলে সন্মেলন মত ব্যক্ত করেছে। তবে সহযোগী রাজ্য ভাষার স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অসমের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভাষা বাংলা উপেক্ষিত থাকায় বরাক বঙ্গ তীব্র ক্ষোভ জানিয়েছে।
বুধবার সন্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এ সম্পর্কে সংগঠনের মনোভাব ব্যক্ত করে বলেছেন, বহভাষিক বহুজাতিক এ রাজ্যে সব ভাষা-সংস্কৃতির চর্চা ও বিকাশের পূর্ণ অধিকার প্রদান এক গণতান্ত্রিক দাবি। সমন্বিত অসম গঠনের জন্য সন্মেলন দীর্ঘদিন থেকে এই দাবি জানিয়ে আসছে। অনেক দেরিতে হলেও এই দাবির স্বীকৃতি সরকারের এক সময়োচিত পদক্ষেপ। তবে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা বাংলাকে উপেক্ষা গণতান্ত্রিক মনোভাবের পরিচায়ক নয় বলেই বরাক বঙ্গ মনে করছে। বিবৃতিতে দত্ত খেদ ব্যক্ত করে বলেছেন, সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে বিজেপি পরিচালিত সরকার গঠনে এ রাজ্যের বাংলাভাষী বাঙালিদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। রাজ্যের উন্নয়নে এই জনগোষ্ঠী সমান অংশীদার। কিন্তু নিযুক্তি, আর্থিক সহায়তা, নাগরিকত্ব ইস্যুতে এই জনগোষ্ঠী উপেক্ষা ও হয়রানির শিকার। বরাক উপত্যকার আঞ্চলিক সরকারি ভাষা বাংলা। কিন্তু এই ভাষা বিধিও বিভিন্নভাবে লঙ্ঘিত হচ্ছে বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।