Barak UpdatesHappenings
সর্বশিক্ষার আইই কম্পোন্যান্টে চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্না
১৮ সেপ্টেম্বর : সর্বশিক্ষার আই ই কম্পোন্যান্টের অধীনে চাকরি স্থায়ীকরণের দাবিতে শুক্রবার ধর্না প্রদর্শন করলেন ভলান্টিয়াররা। এ নিয়ে তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। এতে তাঁরা বলেছেন, অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে বড় ধরনের আন্দোলনে পা বাড়াবেন।
এ দিন দুপুরে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সামনে দাবি-দাওয়া নিয়ে ধর্নায় বসে ইনক্লুসিভ এডুকেশন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন অব আসামের কাছাড় জেলা কমিটি। এ দিন ধর্নায় অংশ নিয়ে কমিটির এক কর্মকর্তা জানান, সর্বশিক্ষার অধীনে ২০০৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তাঁরা বিভিন্ন কম্পোন্যান্টে কাজ করেছেন। বর্তমানে গত কয়েক বছর থেকে আইই কম্পোন্যান্টের চাকরি বাতিল করা হয়েছে। এ নিয়ে বারকয়েক সরকারের নজর কাড়লেও কোনও লাভ হয়নি। ইতিমধ্যে অনেকের বয়স হয়ে যাওয়ায় অন্য কোনও দিকে কাজ করার চিন্তাধারাও করতে পারছেন না। তিনি আরও বলেন, আইই কম্পোন্যান্টদের চাকরি না থাকায় তৃণমূল স্তরে কোনও কাজ হচ্ছে না। শারীরিক বাধাগ্রস্তদের কাজও বন্ধ হয়ে রয়েছে।