Barak UpdatesHappenings
সরসপুর বাগানে কম্বল-বস্ত্র বিতরণ হিন্দিভাষী সমন্বয় মঞ্চের
ওয়ে টু বরাক, ২৭ নভেম্বর : হাইলাকান্দি জেলার সরসপুর চা বাগানে হিন্দিভাষী সমন্বয় মঞ্চের উদ্যোগে কম্বল ও প্রয়োজনীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরসপুর চা বাগানের নারায়ণপুর ও গাংপারবস্তির অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ২০০ জন মানুষের মধ্যে কম্বল ও প্রয়োজনীয় কাপড় বিতরণ করা হয়। কমিটির পক্ষ থেকে প্রথমে লোকজনকে কুপন দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ কুমার।
এরপর একে একে সবাইকে ডেকে সম্মানের সঙ্গে কম্বল ও কাপড় দেওয়া হয়। বস্ত্র বিতরণের পুরো ব্যবস্থা স্থানীয় কর্মী শ্যামসুন্দর রবিদাস এবং তার সহযোগীরা করেন। এই বস্ত্র বিতরণে স্থানীয় কার্যকর্তাদের সহায়তায় হাইলাকান্দির প্রভারি রূপনারায়ণ রায় এবং শিলচরের কর্মীরা, সুভাষ চৌহান, অনন্ত লাল কুর্মি, গণেশলাল ছেত্রী, সীমা কুমার, রাজন কুনওয়ার, দীপক যাদব, পদ্মাবতী কুর্মি, সরিতা মালা, বিশ্বজিৎ অধিকারী, অগ্রতা কুমার প্রমুখ নিয়োজিত ছিলেন।