Barak UpdatesHappeningsBreaking News

সরকার যারই হোক, বরাকের সমস্যার সমাধানে সরব থাকবে বিডিএফ, বললেন দত্তরায়

ওয়েটুবরাক, ৫ এপ্রিল: বরাক উপত্যকায় দু-একটি ছোটখাট ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। এজন্য বরাকের আপামর নাগরিককে ধন্যবাদ জ্ঞাপন করল বিডিএফ৷  মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, এবার জনসাধারণ কোনো রাজনৈতিক দলের ধর্মীয় শ্লোগান বা জিগিরে প্রভাবিত হয়ে ভোট দেননি৷ ফলে ভোটে ধর্মীয় মেরুকরণ ঘটেনি। তিনি এজন্য সবাইকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই ট্র্যাডিশন চালু থাকবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ভাষিক এবং ধর্মীয় বিভাজনের জন্যই বরাক উপত্যকা আজও এতো পিছিয়ে। এবারের নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বরাকের বিভিন্ন জ্বলন্ত ইস্যু যেমন সিন্ডিকেট দুর্নীতি, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের দুরবস্থা, কাছাড় কাগজ কল, মহাসড়ক ইত্যাদির কথা প্রায় সমস্ত প্রার্থীদের প্রচার পর্বে উচ্চারিত হয়েছে। তিনি বলেন, এটি নিঃসন্দেহে শুভ লক্ষণ, কারণ এর আগের নির্বাচনগুলিতে এসব উহ্য থাকত। স্বল্পসময়ের প্রতিবাদ, আন্দোলন হলেও বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট-এর কর্মসূচি এই ব্যাপারে ভূমিকা রেখেছে বলে দাবি করেন প্রদীপবাবু৷

বিডিএফ নেতা এদিন আরো বলেন, আগামীতে বিজেপি বা মহাজোট যারাই সরকার গঠন করুক বরাকের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য সর্বদাই সোচ্চার থাকবেন তাঁরা। তিনি বলেন, বরাকের কর্মপ্রার্থীদের চাকরি, সিন্ডিকেট দুর্নীতির অবসান , কাছাড় কাগজ কল আবার চালু করা, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, মহাসড়ক এবং মাল্টিমডেল লজিস্টিক পার্ক চালু করা, বরাকের চা শিল্পের আধুনিকিকরণ, ভাষা শহিদ স্টেশন নামকরণ, বাংলাকে সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি ইত্যাদি ইস্যু সমাধানের জন্য আগামী সরকারকে নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক কাজ শেষ করতে হবে। অন্যথায় জনগনকে সঙ্গে নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বিডিএফ, আগেই জানিয়ে রাখেন মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker