Barak UpdatesHappeningsBreaking News
সরকারি সুযোগ-সুবিধা নিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের পোর্টালে রেজিস্ট্রেশনের আহবান
ওয়েটুবরাক, ২৫ ফেব্রুয়ারি : কাছাড় জেলার তৃতীয় লিঙ্গের ব্যক্তি বা রূপান্তরকামীদেরকে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার শিলচরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় পৌরোহিত্য করে জেলাশাসক কীর্তি জল্লি জানান, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সব ধরনের সাহায্য দিতে প্রশাসন প্রস্তুত।
সভায় ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সরকারি পোর্টালে তাদের নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়। transgender.gov এই ওয়েবসাইটে আবেদন জানানোর সুযোগ রয়েছে। এতে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সব তথ্য গোপন রাখা হবে বলেও জানানো হয়। জেলাশাসক জল্লি জানান, কোভিড অতিমারির সময় যেভাবে গোপনে জেলার যৌনকর্মীদের সরকারি সাহায্য দেওয়া হয়েছে, সেভাবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদেরকেও সরকারি সুবিধা দিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যবস্থা করা হবে। তাদেরকে পরিচয় পত্র দেওয়া হবে।
সভায় অংশ নিয়ে জেলা সমাজ কল্যাণ আধিকারিক শাশ্বতী সোম পোর্টালে নাম রেজিস্ট্রেশনের সময় সার্টিফিকেটের নাম রেজিস্ট্রেশন করার আবেদন জানান। এলজিবিটিআইকিউ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেইজ বরাক কুইয়ের কালেক্টিভ কর্মকর্তা শুভজিৎ দত্ত জানান, সারা দেশের ১০ টি নগরে ট্রান্সজেন্ডারদের পুনর্বাসনে ‘গরিমা গৃহ’ নামে পুনর্বাসন কেন্দ্র ইতিমধ্যেই চালু হয়েছে। সভায় জেলার এ ধরনের ব্যক্তিদেরকে তাদের পুনর্বাসনের জন্য ফোন নম্বর 8011951712 এ যোগাযোগ করা যেতে পারে বলে জানানো হয়।
সভায় স্বেচ্ছাসেবী সংগঠনটির অন্য কর্মকর্তা পৌলমী নাগ ও তানিয়া লস্কর লিঙ্গ যৌন সচেতন ব্যক্তিদের মর্যাদা দিয়ে পুনর্বাসনের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য পেশ করেন। সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং মহিলা ও শিশু নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উপস্থিতিতে সভাপতির ভাষণে জেলাশাসক জল্লি জেলার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নিট, মেডিকেল কলেজ, আসাম বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে পাঠরত এ ধরনের পড়ুয়া থাকলে তাদের সঙ্গে ভার্চুয়াল জুম মিটিঙের ব্যবস্থা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে বিভাগকে বলেন। এছাড়া জেলাশাসক দৃঢ়তার সাথে জানান, প্রশাসন ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সার্বিক উন্নয়নে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা দিতে প্রস্তুত।