Barak UpdatesHappeningsBreaking News
সরকারি অফিসগুলি আগে বকেয়া কর মিটিয়ে দিক, ক্ষিপ্ত হয়ে বললেন সুস্মিতা
ওয়েটুবরাক, ৩ সেপ্টেম্বর : নাগরিকদের কাছ থেকে করবৃদ্ধির লক্ষ্যে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম পূরণ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, অথচ সরকারি অফিসগুলির লক্ষ লক্ষ টাকা পুরকর বাকি৷ দীর্ঘদিন ধরে বকেয়া মেটানোর নামগন্ধ নেই৷ এই অভিযোগ করে শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন তথা বর্তমান সাংসদ সুস্মিতা দেব বলেন, আগে সরকার বকেয়া পুরকর মিটিয়ে দিক৷ তাহলেই আর করবৃদ্ধির প্রয়োজন হবে না৷
তাঁর কথায়, জেলাশাসক, পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে পূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ সকলের পুরকর দিনের পর দিন জমছে৷
এ বার পুরকর অস্বাভাবিক হারে বাড়তে চলার একটি বড় কারণ, পুরসভা এতকাল সমস্ত নির্মিত ভবনের দাম নির্ধারণ করত আসাম পূর্ত দফতরের বেঁধে দেওয়া হারে৷ কিন্তু এ বার স্থির করা হয়েছে সিপিডব্লুডি-র হারে৷ সুস্মিতার প্রশ্ন, হঠাৎ করে সিপিডব্লুডি হারে দর বাঁধা কেন? সরকারি ভবনগুলি কি ওই হার ধরে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা করছে?
তিনি সোজাসুজি বলেন, এ সব চলতে থাকলে খেলা হবে৷ তৃণমূল গণআন্দোলনে ঝাঁপাবে৷ এ কথা শুক্রবার তিনি কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝার সঙ্গে দেখা করেও বলে এসেছেন বলে জানান৷
তাঁর বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজেশ দেব, সজল বণিক, মোহনলাল সাহা প্রমুখ৷