Barak UpdatesHappeningsBreaking News

সময় হাতে নেই, এখনই ভাবতে হবে সহনশীল উন্নয়নের কথা, সতর্ক করে দিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান

ওয়েটুবরাক, ৯ জুনঃ জনসংখ্যা ব্যাপক বাড়ছে, বাড়ছে মানুষের সুখ-ভোগ৷ এত বিশাল পরিমাণ মানুষের জন্য এক পৃথিবী মোটেও যথেষ্ট নয়। দরকার আরও অন্তত দুই-তৃতীয়াংশ আয়তনের আর একটা গ্রহ। কিন্তু এ তো আর আমরা পাচ্ছি না! তাই প্রতিটি মানুষকে বুঝেশুনে চলতে পরামর্শ দিলেন আসাম দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক অরূপকুমার মিশ্র৷ শুক্রবার শিলচর গুরুচরণ কলেজের কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে  অধ্যাপক মিশ্র সহনশীল উন্নয়ন বিষয়ক বক্তৃতা করেন৷ সেমিনারের মূল আয়োজক ছিল সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশন৷ সহযোগিতায় গুরুচরণ কলেজের আইকিউএসি সেল এবং পরিবেশ বিজ্ঞান বিভাগ৷

Rananuj

অধ্যাপক মিশ্র তাঁর বক্তৃতায় নানা উদাহরণ, পরিসংখ্যান দিয়ে দেখান, সঙ্কট চরমে৷ ২০০ কোটি মানুষ জল পায় না৷ নানাদিকে খরাসদৃশ পরিস্থিতি৷ এই ভয়াবহ পরিস্থিতির মুখে তিনি সবাইকে সতর্ক করে দেন, প্রকৃতিটা একবার শেষ হয়ে গেলে আর একে সৃষ্টি করা যাবে না৷ তাই বুঝেশুনে চলতে হবে৷ প্রকৃতিকে আর রুষ্ট করা চলবে না৷ তাই উন্নয়নের কথা ভাবার সময় ভাবতে হবে প্রকৃতির কথা৷ মিশ্রের কথায়, প্রকৃতিকে ভালবাসতে হবে, প্রকৃতির সঙ্গেই বাঁচতে হবে৷

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মঞ্চে ছিলেন গুরুচরণ কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব, সায়েন্স ট্রায়াল অর্গানাইজেশনের তিন কর্মকর্তা ড. বিভাস দেব, ড. নির্মল সরকার ও পিপি নাথ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker