Barak UpdatesHappeningsCultureBreaking News

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে ‘শিশুদের নিয়ে ঐ, সারাদিন হইচই’

ওয়েটুবরাক, ২৯ মে : সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ‘ ঐক্যের পঁচিশ ‘ অনুষ্ঠানের অন্তর্গত সামাজিক কাজকর্মের অঙ্গ হিসেবে রবিবার শিলচর মালুগ্রাম উদয়ন সংঘের পাশে কালীবাড়ি প্রাঙ্গণে ৫ বছর থেকে ১০ বছর বয়সী শতাধিক স্থানীয় শিশুদের নিয়ে ‘শিশুদের নিয়ে ঐ, সারাদিন হৈচৈ ‘ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুরা স্বতঃস্ফূর্ত ভাবে আবৃত্তি-গান- নাচের পাশাপাশি খুব উৎসাহের সঙ্গে ছবিও আঁকে। তাদের হাতে ছবি আঁকার কাগজ, রং পেন্সিল, খেলনা হিসেবে ছোট বল ও চকোলেট তুলে দেন মঞ্চের সদস্যরা।

Rananuj

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শেখর দেবরায় , সহ-সভাপতি সুবীর ভট্টাচার্য ও মনোজ দেব, সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সহ-সম্পাদক জয়দীপ চক্রবর্তী, কোষাধ্যক্ষ তাপস সূত্রধর, সদস্য সীমান্ত ভট্টাচার্য, সত্যজিৎ বসু ( জয়), সায়ন রায় ও দেবরাজ ভট্টাচার্য৷ ছিলেন ভাস্কর দাস, দ্য এ্যাপসোলস্ ক্লাবের সদস্য অর্চিতেন্দু দাস, ডা. প্রবাল পালচৌধুরী এবং কাজল দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker