Barak UpdatesHappeningsBreaking News
মিজোরাম সীমান্ত পরিদর্শনে হাইলাকান্দিতে এডিজিপি, সর্বদলীয় বৈঠক
১১ ফেব্রুয়ারিঃ অসম-মিজোরাম সীমান্তে বৃহস্পতিবার নতুন করে কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। অসমের ভেতরে ঢুকে হাইলাকান্দি জেলার গল্লাছড়ায় মিজো দুষ্কৃতীদের হামলার খবর পেয়ে বুধবারই এসে পোঁছান আসাম পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (সীমান্ত) মুকেশ আগরওয়াল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার তিনি সীমান্ত সংলগ্ন রামনাথপুর থানায় সর্বদলীয় বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মেঘানিধি দাহাল, পুলিশ সুপার পবীন্দ্রকুমার নাথ প্রমুখ। তাঁরা কথা বলেন স্থানীয় জনতার সঙ্গেও। এডিজিপি তাঁদের জানান, হাইলাকান্দির সীমান্ত এলাকাতেও আধা সামরিক বাহিনীর জওয়ানদের একটি ক্যাম্প বসানো হবে। সে জন্য ডিএফও-কে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন। জওয়ানদের থাকায় যেন বিশেষ কষ্ট না হয়, সে দিকে সবাইকে খেয়াল রাখতে তিনি অনুরোধ করেন।
বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ নেতারা মিজো আগ্রাসনের প্রেক্ষিতে নিজেদের পরামর্শ প্রদান করেন। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ যে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে দিন কাটায়, এডিজিপি-ডিসি-এসপিদের কাছে পেয়ে, তা তুলে ধরেন সবাই। আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও সে সব সইতে হবে বলে চিন্তা ব্যক্ত করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা এআইইউডিএফ নেতা সালে আহমদ। বিশেষ করে, পানীয় জলের জন্য দুর্ভোেগের কথা তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। প্রদেশ কংগ্রেস সম্পাদক সঞ্জীব রায় বলেন, আধা সামরিক বাহিনীর ক্যাম্প বসবে, এ ভাল কথা। কিন্তু শুধু ক্যাম্পে সমাধান হবে না। প্রয়োজন স্থায়ী ব্যবস্থা গ্রহণ। সে জন্য তাঁর পরামর্শ, এই সমস্যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হোক। তাঁদের আন্তরিক প্রয়াসেই এর স্থায়ী সমাধান হতে পারে। বিজেপির পক্ষ থেকে মিলন দাস সহ এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।