Barak UpdatesHappeningsBreaking News
সম্প্রসারিত বঙ্গভবনের অষ্টম বার্ষিকীতে গৌতম রায়ের কথাই বললেন সবাই
ওয়েটুবরাক, ১৫ নভেম্বর : শিলচরের সম্প্রসারিত বঙ্গভবনের অষ্টম বার্ষিকী উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় মিলিত হন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সদস্য, কর্মকর্তারা৷ এই বঙ্গভবন নির্মাণের নানা ইতিহাস তুলে ধরে বিভিন্ন বক্তা সেই সময় যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ সকলেই বিশেষ ভাবে উল্লেখ করেন তৎকালীন মন্ত্রী গৌতম রায়ের কথা৷ কী ভাবে তিনি একক প্রয়াসে বঙ্গভবন নির্মাণের সিংহভাগ অর্থ সংগ্রহ করেছিলেন, তা উল্লেখ করেন তাঁরা৷ এই দিনটি তাঁর জন্মদিনও৷ তাই অনুপস্থিতিতে হলেও তাঁর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন ৷
পাশাপাশি উল্লেখ করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি প্রয়াত সুবীর করের কথা৷ এই দিনটি তাঁরও জন্মদিন৷ সম্মেলনের জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্করের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, প্রাক্তন সভাপতি সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি দীনেন্দ্র নারায়ণ বিশ্বাস ও তৈমুর রাজা চৌধুরী সহ আশিস চৌধুরী, দীপক সেনগুপ্ত, বিশ্বনাথ ভট্টাচার্য, অভিজিৎ ধর, সব্যসাচী পুরকায়স্থ, সুজন দত্ত, সুদীপ চক্রবর্তী, সীমান্ত ভট্টাচার্য, অমিত সিকিদার, পার্থপ্রতিম দাস, বকুলচন্দ্র নাথ, সঞ্জয় দেবলস্কর, উত্তমকুমার সাহা, শাশ্বত দেবলস্কর, বীরজয় চৌধুরী প্রমুখ৷ তাঁরা বলেন, শিলচরের মতো প্রান্তিক অবস্থানে থেকে বঙ্গভবন নির্মাণ এক ঐতিহাসিক ঘটনা৷ এই ভবন উপত্যকার সাহিত্য-সংস্কৃতির এক মাইলফলক৷
প্রসঙ্গত, সম্প্রসারিত বঙ্গভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ২০১১ সালের ১৫ আগস্ট৷ উদ্বোধন হয় ২০১৪ সালের ১৪ নভেম্বর৷