India & World UpdatesHappeningsBreaking News
এক আধিকারিকের করোনা পজিটিভ, নিতি আয়োগের ভবন সিলNiti Ayog building sealed after an officer tests positive
২৮ এপ্রিল : এক আধিকারিকের করোনা পজিটিভ ধরা পড়ায় দিল্লির নিতি আয়োগের ভবন ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হল। নিতি আয়োগের ভবনে কর্মরত ডিরেক্টর পর্যায়ের এক অফিসারের দেহে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এ সংক্রান্ত রিপোর্ট এসেছে। এ খবর পেয়েই কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার জন্য নিতি আয়োগের ভবন সিল করে দিয়েছেন। নিতি আয়োগের উপদেষ্টা অলোক কুমার এ খবর জানিয়েছেন।
তিনি আরও জানান, যারা ইতিমধ্যে এই আধিকারিকের সংস্পর্শে এসেছেন, তাদের সেল্ফ কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। ‘আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। স্বাস্থ্য মন্ত্রককেও এ ব্যাপারে জানানো হয়েছে। বাকি স পদক্ষেপও গ্রহণ করা হবে। এজন্যই ভবন ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে’, বলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি এক কর্মীর করোনা পজিটিভ আসায় বিমান মন্ত্রকের সদর দফতরও সিল করে দেওয়া হয়েছিল।