Barak UpdatesHappeningsBreaking News

সমাজকর্মী, কলেজশিক্ষক সুদর্শন গুপ্ত গুরুতর অসুস্থ

ওয়েটুবরাক, ৫ জানুয়ারি : রাধামাধব কলেজের ইতিহাসের বিভাগীয় প্রধান সুদর্শন গুপ্ত গুরুতর অসুস্থ হয়ে শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে চিকিৎসাধীন৷ বৃহস্পতিবার সকালে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে৷

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে তাঁর স্ত্রী মৌমিতা গুপ্ত টের পান, সুদর্শন শৌচালয়ে পড়ে রয়েছেন৷ তিনি ঠেলাধাক্কা করে  দরজা খুলে দেখতে পান, সুদর্শন নীচে পড়ে রয়েছেন৷ তাঁর মোবাইল, ইয়ারফোন, চশমা বেসিনে পড়ে রয়েছে৷ মৌমিতা প্রতিবেশীদের ডাকাডাকি করে তাকে শৌচালয় থেকে বার করে নিয়ে আসেন৷ পরে অ্যাম্বুল্যান্স ডেকে নিয়ে যান জীবনজ্যোতি হাসপাতালে৷ সেখানেই বেলা ১১টা ৫০ মিনিটে তাঁর অস্ত্রোপচার শুরু হয়৷ চারঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তাঁকে অপারেশন থিয়েটার থেকে বার করা হয়৷ ডা. রত্নদীপ বসু তাঁর অস্ত্রোপচার করেন৷ শুরুর দিকে ছিলেন ডা. সম্বুদ্ধ ধরও৷ তাঁদের সহযোগী হিসাবে সারাক্ষণ উপস্থিত ছিলেন ডা. পারমিতা চক্রবর্তী৷

চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টার অবজারভেশনে ৪৯ বছর বয়সী সমাজকর্মী সুদর্শনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে৷

তাঁর অসুস্থতার খবর পেয়ে শহর, গ্রামের মানুষ দলে দলে জীবনজ্যোতিতে ছুটে যান৷ সবাই উদ্বেগের সঙ্গে তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker