NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
কাগজকল নিলাম না করতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে রূপমের স্মারকলিপি
ওয়েটুবরাক, ৪ জুন: বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও রাজ্যের দুটি কাগজ কল নিলাম হয়ে যাচ্ছে। দরপত্র আহবান করে আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।এর প্রতিবাদে বৃহস্পতিবার রূপমের সদস্যরা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন। এতে উল্লেখ করা হয়, কোনও অবস্থাতেই যেন এই দুটি কাগজ কল নিলাম করা না হয়। তাঁরা স্মরণ করিয়ে দেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই দুই কাগজকলের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। এছাড়া এ বারের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীও প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাগজ কলগুলি পুনরুজ্জীবিত করে তোলা হবে। বিজেপির দলীয় ইস্তেহারেও কাগজ কলের ব্যাপারে প্রতিশ্রুতি ছিল।
রূপমের পক্ষ থেকে বলা হয় , দীর্ঘদিন ধরে এই দুইটি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকার দরুন কর্মচারীরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বহু কর্মী অভাবের তাড়নায় আত্মহত্যাও করেছেন। এই দুইটি কাগজকলের সঙ্গে লক্ষ লক্ষ লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। দুর্বিসহ যন্ত্রণার মধ্যে তাদের পরিবারের লোকজন দিন কাটাচ্ছেন। মিলের কর্মচারীরা তাদের জমানো প্রভিডেন্ট ফান্ডের টাকাও এখন পর্যন্ত পাননি। বেতন বকেয়া গত চার বছরের। রূপমের সদস্যরা আশা ব্যক্ত করেন,
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী অসংখ্য মানুষের রুজিরুটির স্বার্থে তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং কাগজকল দুটিকে নিলাম না করে রুজ্জীবিত করে তোলার জন্য সত্বর যথোপযুক্ত ব্যবস্থা নেবেন।
একই সঙ্গে রূপমের সদস্যদের দাবি , এরকম সঙ্কটের সময় বরাকের দুজন সাংসদ ও ১৫ জন বিধায়কের দৃঢ়ভাবে এই নিলামের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। রূপম জানায় ,এটাই এখন বরাকের গণদাবি।
এই চরম সংকটের সময় বরাকের প্রতিটি সংগঠন ও সচেতন নাগরিকদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্যও আবেদন জানিয়েছে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল৷