India & World UpdatesHappeningsBreaking News
সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে জোট বাঁধার আহ্বান মোদির
ওয়েটুবরাক, ১৭ আগস্ট : সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, খাদ্য সুরক্ষার মতো বিষয়গুলিতে সকলকে একজোট হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, “সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে উঠছে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ।” এর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে একটি সমবেত পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
শনিবার সকালে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী পর্বে বক্তৃতা করছিলেন মোদি৷ দিল্লিতে আয়োজিত তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনূস। ওই পদে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান।
এ বারের সম্মেলনের প্রতিপাদ্য হলো, ‘অ্যান এমপাওয়ারড গ্লোবাল সাউথ ফর এ সাসটেইনেবল ফিউচার।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অউর সবকা প্রয়াস’ দর্শনের সম্প্রসারণ হিসাবে এই অনন্য উদ্যোগটি শুরু হয়েছিল। আর এটি মূলত ভারতের বসুদেব কুটুম্বকমের দর্শন। এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে তাদের দৃষ্টিভঙ্গি এবং অগ্রাধিকারগুলোকে একটি সাধারণ প্ল্যাটফর্মে ব্যাপক পরিসরে ভাগ করে নেওয়ার পরিকল্পনার অংশ৷
ভারত ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং একই বছরের ১৭ নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছিল।