NE UpdatesHappeningsBreaking News
সড়কে নিষেধাজ্ঞা, জরুরি না হলে ঘর থেকে না বেরোতে পরামর্শ ডিমা হাসাওয়ে
ওয়েটুবরাক, ২৮ মে : গুরুতর পরিস্থিতির বিবেচনায় এবং জীবনসম্পত্তির ক্ষয়ক্ষতি রোধে ডিমা হাসাও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (ডিডিএমএ) চেয়ারম্যান কাম জেলা কমিশনার সীমান্তকুমার দাস দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন৷ এর মধ্যে রয়েছে, ২৮ মে রাত ৮টা থেকে ১ জুন পর্যন্ত জাটিঙ্গা-হারাঙ্গাজাও অংশে ভারি বাণিজ্যিক যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বাণিজ্যিক যানবাহনের জন্য বিকল্প রুট : বরাক উপত্যকা এবং তার বাইরের জন্য নির্ধারিত সমস্ত ভারি বাণিজ্যিক যানবাহনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের মাধ্যমে রুট করার জন্য অনুরোধ করা হয়েছে। কৃষি, পূর্ত-বিদ্যুৎ, সেচ, মৃত্তিকা সংরক্ষণ, পশু চিকিৎসা ও পশু পালন বিভাগ তাদের ফিল্ড পর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে এবং পুনরুদ্ধারের দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন।
জরুরি বা চিকিৎসার প্রয়োজন ছাড়া জনসাধারণকে বৃষ্টির সময় বাড়ির ভিতরেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের যে কোনও জরুরি পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে । ওই জেলাটিতে ২৯ মে পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে ।