Barak UpdatesHappeningsBreaking News
সঞ্জু নাহাটা মেডিক্যালে, বাকিরা তিনদিনের রিমান্ডে সদর থানায়
ওয়েটুবরাক, ২১ সেপ্টেম্বরঃ জমি ক্রয়বিক্রয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলার অভিযোগে রাজ্য জুড়ে সোমবার রাত সাড়ে বারোটায় অভিযানে নামে পুলিশ। কাছাড়েও 30 জনের বিরুদ্ধে অভিযোগ পায় পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজনের বাড়িতে হানা দেয়। পাঁচজনকে গ্রেফতার করা হলেও অনেকে আগেই বাড়ি থেকে সরে পড়ে। ধৃত পাঁচজনের মধ্যে নাহাটা টেক্সটাইলসের ডিরেক্টর সঞ্জু নাহাটা অসুস্থ হয়ে পড়লে তাকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সঞ্জু সাইকিয়াট্রি বিভাগে চিকিতসাধীন। সে জন্য তাকে সশরীরে আদালতে হাজির করানো যায়নি। শিলচর পুরসভার সদ্যপ্রাক্তন কমিশনার অসীম দাস (অপু), কংগ্রেস নেতা নিশিকান্ত সরকার, অশোক সরকার এবং নুরুল হককে আদালতে তোলা হলে বিচারক পাঁচজনকেই তিনদিনের রিমান্ডে পুলিশকে থানায় নিয়ে যেতে অনুমতি দেন। ওই নির্দেশমত, সঞ্জু এখন পুলিশের হেফাজতে চিকিতসাধীন।
কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর সহ সকলেই এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন। কাটিগড়ায় 11জনকে থানায় তুলে এনে 6জনকে কেন ছেড়ে দেওয়া হল, এ নিয়েও নীরব সবাই। তবে এই মামলায় শিলচর সহ বিভিন্ন জায়গায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।