NE UpdatesHappeningsBreaking News
সঙ্কট বাড়ল দেবোলালের, কনস্টেবল হত্যা মামলা ৬ মাসে শেষ করতে হাইকোর্টের নির্দেশ
২০ ডিসেম্বরঃ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যর্বাহী সদস্য দেবোলাল গারলোসার সমস্যা বেড়ে গেল। পূর্ণেন্দু লাংথাসা- নিন্দু লাংথাসা খুনের মামলায় আগেই তার নামে চার্জশিট দিয়েছে পুলিশ। এ বার আসাম পুলিশের কনস্টেবল হবিবুর রহমান হত্যা মামলার বিচার ৬ মাসের মধ্যে শেষ করতে গৌহাটি হাইকোর্টের বিচারপতি রুমিকুমারী ফুকন ডিমা হাসাও জেলা আদালতকে নির্দেশ দিয়েছেন। রাজসাক্ষী বাতিলের জন্য তাঁর আর্জি হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে৷
ঘটনা ২০০৭ সালের ২৭ এপ্রিলের। স্বশাসিত পরিষদের এক কার্যর্বাহী সদস্য ডিএইচডি-জের দাবি মেনে ৫০ লক্ষ টাকা নিয়ে গেরা গ্রামে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন দেহরক্ষী হবিবুর রহমান। অভিযোগ, দেবোলাল গারলোসা টাকার ব্যাগটি নিয়েই হবিবুর রহমানের বিভাগীয় পিস্তলটি দাবি করেন। হবিবুর আপত্তি করায় সেটি কেড়ে নিয়ে ওই পিস্তলের গুলিতেই তাঁকে হত্যা করেন ডিএইচডি-জের স্বঘোষিত উপ-সৈন্যাধ্যক্ষ দেবোলাল। সঙ্গে ছিলেন মিপুত রাজিয়ুং ওরফে অ্যাকশন ডিমাসা। মিপুত ২০১৮ সালের ২৭ জুলাই রাজসাক্ষী হয়ে আদালতকে জানায়, দেবোলালই খুন করেছে হবিবুর রহমানকে।
এর পরই হাইকোর্টে যান দেবোলাল। তাঁর যুক্তি, পুলিশের চার্জশিটে রাজিয়ুঙের নামই নেই। ফলে তিনি কী করে রাজসাক্ষী হন? তার সাক্ষ্য বাতিলের দাবি এ দিন হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সঙ্গে এই মামলার বিচার ছয়মাসের মধ্যে শেষ করতে বলেছে৷