India & World UpdatesHappeningsBreaking News
২১ বছর পর মিসেস ওয়ার্ল্ড ভারতীয় সরগম কৌশলের
১৯ ডিসেম্বর : ২১ বছরের অপেক্ষায় ইতি! বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় ফের একবার সেরা স্থানটি দখল করে নিলেন কোনও ভারতীয় সুন্দরী। রবিবার আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ৬২ দেশকে হারিয়ে সেরার মুকুট জিতলেন কাশ্মীরি কন্যা সরগম কৌশল।
মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়েছে, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম।’
জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনও ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছেন, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে।’
ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে মিসেস ওয়ার্ল্ড সরগম কৌশলের। আগে ভাইজ্যাগে শিক্ষিকা হিসাবে কাজ করেছেন তিনি। তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।
বিবাহিতা স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’ । ১৯৮৪ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার সফর। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রবিবারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে।
এর আগে ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট। এবারের প্রতিযোগিতায় তিনি বিচারকের আসনে ছিলেন। সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি।’