Barak UpdatesHappeningsBreaking News
শ্রীমদ্ভগবদ্ গীতা সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীতে গীতা দান যজ্ঞ
ওয়েটুবরাক, ২৪ এপ্রিলঃ গীতা বিতরণ একটা সামাজিক আন্দোলন। এই সামাজিক আন্দোলনকে জোরদার করে তুলতে হবে৷ কারণ আমাদের সমাজে অবক্ষয় ধরেছে। আমরা এক রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যাচ্ছি। রবিবার শ্রীমদ্ভগবদ্ গীতা সংঘের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিলচর আশ্রম রোডস্থিত মা অন্নপূর্ণা বিবাহ ভবনে সংস্থার তরফে আয়োজিত শ্রীমদ্ভগবদ্ গীতা দানযজ্ঞ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন শিলচর মহকুমা তপশিলি জাতি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আইনজীবী নীহার রঞ্জন দাস।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীহার রঞ্জন আরও বলেন, বিদেশি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে গ্রাস করে নিচ্ছে৷ আমরা ধর্মের দিক থেকে সরে যাচ্ছি। তিনি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে প্রত্যেক সনাতনীকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি শ্রীমদ্ভগবদ্ গীতা দানযজ্ঞ কার্যক্রমের উদ্যোক্তা প্রয়াত গণেশ দাসের পুত্র অবিনাশ জগজ্জ্যোতির উচ্চ প্রশংসা করে গীতা বিতরণের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। তিনি বলেন, এভাবে গীতা বিতরণের মাধ্যমে সবাই মিলে যদি ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করি, তবে আমাদের মধ্যে ধর্মের ভাব ফিরে আসবে। তাঁর কথায়, গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয়, গীতা একজন মানুষকে সমাজে সুষ্ঠুভাবে চলার মন্ত্র দেয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা বিজেপির সহ-সভাপতি রাজেশ কুমার দাস বলেন, সনাতনী ঐতিহ্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। প্রয়াত গণেশ দাস সনাতন ধর্মের প্রচার প্রসারে যে কাজ করে গেছেন, সেটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। রাজেশবাবু বলেন, ২০০২ সালে তিনি যখন আশ্রম রোডে ফার্মেসি দিয়েছিলেন তখন প্রয়াত গণেশ দাস প্রতিদিন তাঁর দোকানে আসতেন এবং তিনি সে জন্য গর্ববোধ করতেন৷ এমন একজন গুণী ব্যক্তির সংস্পর্শে ছিলেন। তিনি বলেন, গণেশ দাসের মতো জ্ঞানীগুণী ব্যক্তি আজকের দিনে পাওয়া খুবই দুষ্কর। এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চৌধুরী, গৈরিক ভারতের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণিভূষণ চৌধুরী, বিজেপি নেতা ডাঃ প্রবাল পাল চৌধুরী, বৈষ্ণব শঙ্কু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী তথা জেলা বিজেপি নেতা কমলেশ দাশ।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানের শুরুতে শ্রীমদ্ভগবদ্ গীতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি পরম বৈষ্ণব প্রয়াত গণেশ দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে সভার সূচনা করা হয়। পরে প্রয়াত গণেশ দাসের পুত্র সমাজকর্মী অবিনাশ জগজ্জ্যোতি শতাধিক ধর্মপ্রাণ মানুষের হাতে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্ গীতা তুলে দেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষ্ণব গোপাল দাস, আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের কাছাড় জেলা সভাপতি রাজু সিনহা, রাষ্ট্রীয় বজরং দলের কাছাড় জেলা সভাপতি গোপাল দাস, সুকান্ত রায়, শঙ্কু ধর, সুষেন দাস, সুবীর ধর, বারীন্দ্র দাস প্রমুখ।