India & World UpdatesHappeningsBreaking News
শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, সুদর্শন চক্রও ধরেছেন, সেনাদের বললেন মোদি
৩ জুলাই: ঝটিকা সফরে লে-তে গিয়ে সেনার মনোবল বাড়ালেন প্রধানমন্ত্রী মোদি। আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফরের পূর্ব নির্ধারিত সূচি ছিল। কিন্তু তা বাতিল হয়ে যায়। অন্যদিকে আগাম কোনও ঘোষণা ছাড়াই হঠাৎ করেই লে-তে গিয়ে উপস্থিত হন খোদ প্রধানমন্ত্রী। সম্বোধন করেন সেনাকে। ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে কাঁপে পুরো পার্বত্য অঞ্চল। মোদির সঙ্গে ছিলেন সিডিএস বিপিন রাওয়াত ও সেনা প্রধান নারভানে।
প্রধানমন্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোর রূপকেও আমরা জানি। আর সুদর্শন চক্র নিয়ে তাঁর চক্রধর রূপকেও বন্দনা করি। পরোক্ষভাবে শান্তি ও মোকাবিলার দুই পথেই ভারত যে হাঁটতে জানে, মূলত একথাই স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। এদিন লেহ’র সেনা হাসপাতালে গিয়ে গালোয়ান সংঘর্ষে আহত সৈনিকদের খবর নেন তিনি। তাঁদের উদ্যমের প্রশংসা করেন। মোদির মন্তব্য, ‘বীর জওয়ানদের কুর্নিশ জানাই। তোমাদের কাছ থেকে এক নতুন উৎসাহ ও উদ্যম নিয়ে ফিরছি’।
সব সাম্রাজ্যবাদী শক্তিই ধ্বংস হয়েছে। হার মানতে হয়েছে এই নীতিকে। ইতিহাস তার সাক্ষী। ফলে, শান্তির পথ খোলা রাখলেই মঙ্গল। নাম না নিয়ে চিনকে হুঁশিয়ারি দেন মোদি।