Barak UpdatesHappeningsBreaking News
শ্রাবণের সোমবারেও বন্ধ থাকবে বরমবাবার মন্দিরের দরজা
ওয়েটুবরাক, ২৫ জুলাই : আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার৷ মাসভর শিবলিঙ্গে জল-দুধ ঢালার প্রথম দিন৷ শ্রাবণের প্রতি সোমবার নদীর জল সংগ্রহ করে বিশেষ শিবপূজা অনুষ্ঠিত হয়৷ তবে শ্রাবণের সোমবারেও বরমবাবার মন্দিরের দরজা বন্ধ থাকবে বলে মন্দির পরিচালনা সমিতি জানিয়ে দিয়েছে।
শিলচরের অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর জল সংগ্রহ করে শত শত পুণ্যার্থী প্রতি বছর শ্রাবণ মাসে সোমবার ভোরে বরমবাবার মন্দিরে যান। কেউ কেউ গাড়িতে চড়ে গেলেও অধিকাংশই ১৪ কিলোমিটার হেঁটে গিয়ে মন্দিরের শিবলিঙ্গে জল ঢালেন। দুধও দেন অনেকে। মন্দির পরিচালনা সমিতি জানিয়েছে, করোনা সংক্রমণের আশঙ্কায় রাজ্য সরকারের এসওপিতে মন্দির বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা শুরু থেকে সরকারের করোনা বিধি মেনে চলেছেন।