NE UpdatesAnalyticsBreaking News
শেষমেশ বিজেপিতেই যোগ দিলেন ভুবনেশ্বর কলিতা
৯ আগস্ট : না আর কোনও সংশয় নেই, জল্পনাই সত্যি হল। অবশেষে বিজেপিতেই যোগ দিলেন কংগ্রেসের পোড়খাওয়া নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভুবনেশ্বর কলিতা। শুক্রবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ও বিজেপি নেতা ভুপেন্দ্র যাদবের উপস্থিতিতে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা রাজ্যসভার সাংসদ কলিতা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন।
কংগ্রেস থেকে পদত্যাগ করার ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, রাষ্ট্রের হিতের জন্য জম্মু-কাশ্মীর প্রসঙ্গে সরকারের গ্রহণ করা ঐতিহাসিক সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেস সমর্থন করবে না করবে না, এ নিয়ে দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। তিনি বহুসময় কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার পর যখন দল রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত গ্রহণ করে, তখনই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে জাতীয়তাবাদ শক্তিশালী করা সহ বিকাশের দিশায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আগামী দিনে উত্তরপূর্ব সমানভাবে এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ এবং ৩৫(এ) বাতিল করার পর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে এই রাজ্যের মানুষের একাত্মতা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। বিজেপিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে প্রদত্ত ভাষণে কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ভুবনেশ্বর কলিতাকে একজন নিষ্কলঙ্ক রাজনৈতিক নেতা হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য ৫ আগস্ট ভুবনেশ্বর কলিতা রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেন।