Barak UpdatesHappeningsBreaking News
দিলীপ পাল, এনামুল হক সহ শেষদিনে বেশি মনোনয়ন জমা নির্দলদেরই
দাখিল করলেন মুকেশ পান্ডে, করিমউদ্দিন বড়ভুইয়াও
ওয়েটুবরাক, ১২ মার্চ: শেষপর্যন্ত দাঁড়ালেনই শিলচরের বিধায়ক দিলীপকুমার পাল৷ হেভিওয়েট নির্দল প্রার্থী হিসেবেই তিনি আজ শুক্রবার মনোনয়নপত্র দাখিল করেন৷ এর আগে পরম্পরাগত মণিপুরি বাদ্য নিয়ে প্রচুর সংখ্যক নারীপুরুষের শোভাযাত্রায় তিনি এ দিন শহর পরিক্রমা করেন৷
শুক্রবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন আরেক হেভিওয়েট প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর৷ তাঁর অভিযোগ, মহাজোটের নামে নেতারা কংগ্রেস দলটিকে বিক্রি করে দিয়েছেন৷ নিশ্চিত জেতা আসনটি এআইইউডিএফকে ছেড়ে দিয়েছেন৷ তাই সর্বস্তরের কংগ্রেসিদের পরামর্শেই তিনি নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছেন৷
মনোনয়ন পত্র জমার শেষদিনে নির্দল প্রার্থীদেরই বেশি দেখা যায়৷ দিলীপবাবু ছাড়াও শুক্রবার শিলচর আসনে মনোনয়ন পত্র দাখিল করেন আরও ৯ জন নির্দল৷ তাঁদের মধ্যে রয়েছেন অনুপ দত্ত, বিজু চন্দ, অনুপম দেব, বাপ্পা পাল, বক্তারউদ্দিন মজুমদার, রুশমা বেগম লস্কর, রতন দে, শঙ্কর চক্রবর্তী ও নজরুল ইসলাম লস্কর৷ মনোনয়ন পত্র দাখিল করেছেন হিন্দুস্তান নির্মাণ দলের রাজু সিনহা, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার প্রশান্ত লস্কর ও রাষ্ট্রীয় সেকুলার কংগ্রেসের নলীনাক্ষ ভট্টাচার্য৷
এনামুল হক ছাড়াও সোনাইর নির্দল প্রার্থীরা হলেন বিজন পাল, করিমউদ্দিন বড়ভুইয়া (সাজু নন), দিলীপকুমার দাস, নজরুল ইসলাম লস্কর, সায়েল আহমেদ বড়ভুইয়া ও আব্দুল মতলিব লস্কর৷ এআইইউডিএফ তথা মহাজোটের প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজু এবং সমাজবাদী পার্টির আনোয়ার হোসেন লস্করও এ দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন৷
ধলাইয়ে আজ মনোনয়ন দাখিল করেছেন ফণীভূষণ রায়, দীপকরঞ্জন রায়, পরিমল দাস, অনন্তমোহন রায় ও লোকনাথ দেবরায়৷ তাঁরা সবাই নির্দল৷
শেষদিনের উধারবন্দ আসনের নির্দল প্রার্থীরা হলেন সুব্রত মজুমদার, দেবজিত ভট্টাচার্য, সুমন দাস ও শশাঙ্ক আচার্য৷ আইনুল হক চৌধুরী দাঁড়িয়েছেন অসম জাতীয় পরিষদ টিকিটে৷
লক্ষীপুরে এ দিনে মনোনয়ন জমা করেছেন কংগ্রেস প্রার্থী মুকেশ পান্ডে ও অসম জাতীয় পরিষদ প্রার্থী আলিমউদ্দিন মজুমদার৷ এ ছাড়া দুই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে লক্ষীপুরে৷ তাঁরা হলেন ক্ষীরোদ কর্মকার ও চিরঞ্জিত আচার্য৷ বড়খলাতেও নজমুল হক লস্কর ও হিফজুর রহমান লস্কর দুইজন নির্দল প্রার্থী মনোনয়ন জমা করেছেন৷ সেখানে এ দিন অসম জাতীয় পরিষদ প্রার্থী মেহবুব রহমান বড়ভুইয়া ও বাঙালি নবনির্মাণ সেনার অসীম পালও মনোনয়ন পত্র দাখিল করেছেন৷
শেষদিনে কাছাড় জেলায় মোট একান্ন জন মনোনয়ন পত্র জমা করেছেন৷ সবচেয়ে বেশি শিলচরে তেরোজন, সবচেয়ে কম লক্ষীপুর ও বড়খলায় চারজন করে৷