Barak UpdatesHappeningsBreaking News
শুরু টার্গেটেড সার্ভিল্যান্স : শিলচরে হোটেল ও মৃত্যুঞ্জয় কর্মীদের সোয়াব সংগ্রহ
২০ জুন ঃ কাছাড়ে টার্গেটেড সার্ভিল্যান্স অভিযান শুরু হয়েছে। শুক্রবার জেলার ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার ১৭ জন কর্মীর সোয়াব সংগ্রহ করা হয়েছে। শনিবারও একইভাবে এই অভিযান চলবে। জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী জানান, গত বুধবার থেকে এই অভিযান শুরু হলেও কাছাড় জেলায় বৃহস্পতিবার কোনও সোয়াব কালেকশন হয়নি। প্রথম দিন বেশ কয়েকজন হোটেল কর্মচারীর সোয়াব সংগ্রহ করা হয়েছিল। তিনি বলেন, গত ২ দিনে কাছাড় জেলায় মোট ৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এদের ট্র্যাভেল হিস্টরি থাকার জন্য সবাই কোয়ারেন্টাইনে ছিলেন।
শিলচর মেডিক্যালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন, শুক্রবার ৩০ ব্যক্তির স্ক্রিনিং করা হয়েছে। এছাড়া ৬৫৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।